জোকস-2
কী করে বলব (২১) বাইরে থেকে দরজা নক করছে। ভেতর থেকেঃ কে? বাইরে থেকেঃ আমি। ভেতর থেকেঃ আমি কে? বাইরে থেকেঃ আরে, আপনি কে আমি কী করে বলব? একটা কঠিন প্রশ্ন করব (২২) চাকরির ভাইভায় এক তরুণকে প্রশ্ন করা হল- প্রশ্নকর্তা : আপনাকে আমি ১০টি সহজ প্রশ্ন করব অথবা কেবল একটা কঠিন প্রশ্ন করব। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশনটা বেছে নেবেন। তরুণ : কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই। প্রশ্নকর্তা : ভালো, শুভকামনা আপনার জন্য। এবার বলুন, কোনটা প্রথমে আসে- দিন না রাত? তরুণ : দিন প্রথমে আসে, স্যার! প্রশ্নকর্তা : কীভাবে? তরুণ : দুঃখিত স্যার, আপনি কথা দিয়েছিলেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে! মানুষকে ভালোবাসতে হবে! (২৩) শিক্ষক : জীবজন্তুকে ভালোবাসতে হবে। সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে মানুষ নয়, পশু। ছাত্র : স্যার, আপনার মেয়ে কি তাহলে পশু? শিক্ষক : কেন, আমার মেয়ে পশু হবে কেন? ছাত্র : না! গত এক বছর যাবৎ আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু এক দিনের জন্যও সে আমাকে ভালোবাসেনি! স্যার কারেন্ট ছিলোনা (২৪) শিক্ষকঃ তুমি হোমওয়ার্ক কর...